আমি বাংলাদেশী পুলিশ রে ভাই
বাংলাদেশী পুলিশ
বেকারত্বের জাল ছিড়ে আজ
হয়েছি এক ফুলিস।


ডিজিটাল এ বাংলাদেশে
এনালগ মোর বেতন
মুখ থুপড়ে পড়ছে রে ভাই
সংসারের সব কেতন।


আট বছরের চাকরী আমার
তিন বছরের এক মেয়ে
কষ্টে শিষ্টে চলছে যে দিন
বাসা বাড়ি নিয়ে।

১০ দিন আর বাকী আছে
এসেই গেল ঈদ
বৌ- বাচ্চার স্বপ্ন পূরনে
নেই কো আমার নিঁদ।


কাঙ্খিত সেই বোনাস পেলাম
হাজার ছয়েক টাকা
ঈদের বাজার করার আগেই
পকেট হলো ফাঁকা।


হাজার দুইয়েক বাবা-মায়ের
এক হাজারের সদয়
বউ তো আমার দারুন গরম
সাথেও মেয়ে বেজায়।


মেয়ের আবার রঙ্গীন জুতা
জামা হবে ‍‍পাখি
হাজার তিনেক টাকা দিয়ে
কেমনে বায়না রাখি।


বউ এর আবার বাহা শাড়ি
ম্যাচিং করা জুতা
আমার কথা বাদই দিলাম
এক ইঞ্চি ও সূতা।


অবশেষে দিলাম কিনে
মেয়ের জামা পাখি
গজ কাপড়ের থ্রি পিসে
বউকে দিলাম ফাঁকি।


রঙ্গিন জুতা, ম্যাচিং জুতা
হলো না আর কেনা
মলিন মুখ মেয়ে বৌ এর
যেটা চির চেনা।


ঈদ উৎসব আসার আগেই
পকেট হলো ফাকা
আমি বাংলাদেশী পুলিশ রে ভাই
বাংলাদেশী বোকা।


                        খুলনা।
                        ১৮-০৭-১৪ ইং।