উঠে ছিল চাঁদ ভেঙ্গে দিতে রাত
জোছনায় জোছনায় মায়া
আবেশে তোমার হৃদয় আমার
কেঁপেছিল মোর কায়া।


দু'জন অভিসারে গোপন চুপিসারে
চুম্বনে চুম্বনে নিরবতা
লোচন বুঝিয়া মাথাটি গুজিয়া
তোমা বুকেতে মম মাথা।


কাঁপা কাঁপা ঠোঁটে যেন বেজে ওঠে
অভিমানে মধুর কথা
কভু চুপচাপ অশ্রু টুপটাপ
ঝিঁঝিঁ ডাকা নিরবতা।


লতাগুলো সব নিথর নিরব
কুহেলিকা ডাহুক ডাকে
নিশাচর পাখি দিয়ে যায় উঁকি
বুনো শিয়ালের হাঁকে।


হঠ্যাৎ কুঞ্জনে পাখির গুঞ্জনে
দেখিলাম প্রায় ভোর
মিনারে যখন আজান তখন
কাটিল সুখের ঘোর।


রচনাকাল
০১-১২-২০০৪ ইং।