কিঞ্চিত হাসি    থেমে গেল আসি
    মলিন হইলো মুখ
ক্রন্দন বুুকে    অশ্রু চোখে
    বাজিয়া উঠিল প্রাণ।


হৃদয় মাঝে    তাইতো বাজে
    স্বজন হারাবার ব্যথা
সুখময় স্মৃতি    প্রেমময় প্রীতি
    অন্তরেতে আছে গাঁথা।


ভালবাসার চাঁদর    মায়ামাখা আদর
    বিলীন হয়েছে সবি
ঘুমানোর গান    হয়েছে ম্লান
    অস্তমিত যেন রবি।


হাতেতে তাহার    দুধ মাখা আহার
    খাইয়াছি কোলে উঠি
সে হাত তাহার    তোলেনা আহার
    দুখেই লুটোপটি।


আমার সেজন    অতি প্রিয়জন
    নামটি তাহার ‍মা
যে মায়া মুখ    ভরে দিত সুখ
    কোথাও দেখি না।


রচনাকাল
১৫-০৬-২০০৪ ইং।