মরিবার তরে করিয়াছি আমি পন
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।
বিষক্ত বিছের কামড়ে জীবনে আসিয়াছে
                              এমন সন্ধ্যিক্ষন,
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।


অনল প্রবাহে কাটিতেছে দিবস
তুষের দাবাদাহে হা-হা-কার নিবাস।
এমন বিজনে একা নির্জনে
                            কাটে কি এ জিবন?
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।


যে বিষকে আমি ভাবিয়াছি ঔষধ
সে আমারে করেছে বে-সুখ।
এ আবার একেমন বিচার
                       তোমার মহাজন,
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।


চাইনি আমি এমন দাবদাহ
চেয়েছিলাম আমি বসন্ত প্রবাহ।
প্রতিকূল আমার রইলো
                       পিছনেই সর্বক্ষণ,
বিসর্জন করিব অপতৃপ্ত এ জিবন।


হাসি মাখা দিন কবির মিছে
মুক্ত কবির বিষক্ত সব বিছে।
তৃপ্ত কবির তাহার,
                     তাহার দেহ মন,
বিসর্জন করিব অপতৃপ্ত আমা এ জিবন।


রচনাকাল


১০-০৪-১৫ ইং।