হাজার রাত্রি এসছো তুমি
        আমার স্বপ্ন জাগরণে
চিন্তায় চেতনায় কিংবা
         কারণে অকারণে।
না দেখা সে মুখ আজো
        রয়েছেই অদেখা
আমি খুজেই ফিরছি সে মুখ
        পথে প্রান্তে একা একা।
কত মায়াময় না জানি
       অদেখা সেই মুখ,
তার সবুজ বরণ, চরণ দেখেই
      ভরে আছে এই বুক।
রয়েই গেছে স্বপ্নে সে জন
      দেয়নী কভু ধরা
রিক্ত আমি ব্যাকুল শুধু
      তাহার পরশ ছাড়া।
আমি তাই খুজেই ফিরি সে মখু
      স্বপ্নে যে দেয় সাড়া।