নন্দী পাড়ায় বাবু ছিলেন
নামটি নিধিরাম
মোড়ল তিনি, গরল তিনি
দারুন তাহার কাম।


বিচার আর তেলমারীতে
ছিলেন বেজায় পটু
উচু জাতের প্রণাম শত
নিচু জাতকে কটু।


তাহার ভয়ে ছোট জাতের
বলতো না কেউ কথা
আপন ঘরে প্রদীপ শিখায়
নেভাতো সব ব্যাথা।


একদা এক জেলের বাছা
দেখালো এক খেল
ধরবে না মাছ, বেচবে না হাটে
জেলেরা সবাই ! ধরো একই ভেল।


বাবুর তাতে, লাগলো আঁতে
হলো বেজায় রাগ
ছোট জাতে একি কথা
খাব শুধু শাক।


মাছ না পেয়ে, শাক খেয়ে খেয়ে
বাবু ধরলো এক পণ
ধরবে মাছ নিজেই তিনি
কাটলেন বাশেঁর বন।


কুনচি দিয়ে ছিপ বানালেন
নালশে দিয়ে টোপ
খালের পাশে মাচা পেতে
ধরলেন সে-কি ঝোপ।


ধামা ধরারাও আছেন পাশে
দিচ্ছে হুকোয় ফুক
প্রসংসা আর তেলমারীতে
সদায় পঞ্চ মুখ।


সকাল, দুপুর, বিকেল গেল
মাছে দিলো না ঠোক
নিধিরামের বেজায় রাগে
কাঁপতে লাগলো ঠোট।


নিধি রামের কান্ড দেখে
জেলে সকল চোখে দিলো টিপ
রাগের চোটে নিধিরাম বাবু
কামড়াতে লাগলেন ছিপ।


                 খুলনা
                 ১৪।০৬।২০১৬ খ্রিঃ