রং করা আলেয়ায় ভাসিয়ে এ ভেলা
লোনা ঢেউ তালে তালে কেটে গেল বেলা
আহা কি সুখ যে ঢেউ দেউয়ের খেলা
উচ্ছাসে উচ্ছালে শুকালো এ গলা।।


উন্মাদনার ঘামে নেয়ে ঝরে গেল কনা
ঢেউ জলে ধুতে হলো প্রবৃত্তের ফণা
আলেয়ার ভেলা খানি হলো আনমনা
ঢেউ জলে বাড়িল শুধু প্রবিত্তের দেনা।।