অনুরাগ, রাগ, অভিমান সবিই তোর
আমার নিকষ রাত্রি, অন্তহীন ভোর
সকাল থেকে সাঁঝ বেলা
আকাশকুসুম ভাবনায় কাজে অবহেলা।


খেলা খেলা ছলে
ভালবাসা দখলে
দিন কিবা রাত্রী অসীম যুদ্ধ
যাচাইয়ে অন্তমিল, কে ভুল আর কে শুদ্ধ।


চোরাকাটা ভুমিতে কাটি হামাগুড়ি
অকারনে ডুবোজলে ঢিল ছোড়া ছুড়ি
ভালবাসার রশি নিয়ে দড়িটানা টানি
নিস্ফল জোয়াল কাধে বয়ে যায় গ্লানি


যত্ন অবহেলা, দমে দমে জ্বালা
উন্মুখ নয়নে কানামাছি খেলা
দুহাতে চার হাত তবুও... বহুদুর
পবনে মিলিয়ে দিই সিক্ত আঁখির সুর।