খোলা আকাশ, খোলা বাতাস, খোলা বইয়ের মত ,
নিতে পড়ে, ইচ্ছা করে, প্রকৃতির রহস্য যত ।
মিষ্টি গান, শোনে কান, বওয়া বাতাসের ছন্দে ,
প্রকৃতির কোলে, হৃদয়টি দোলে, রজনীগন্ধার গন্ধে ।
দুলন্ত গাছ, দুরন্ত মাছ, দেয় জীবনের পরিচয় ,
মানুষের হাসি, কৃষকের বাঁশি, জীবনগীতির জয় ।
অবাক হয়ে, চুপচাপ রয়ে, আমার দুটি চোখ ,
হাসি মুখ, অনেক সুখ, পাক সব লোক ।।