বিদায় বেলায়, ধরণীও কয়-
কি করিলে তুমি, আসিয়া এ ধরায়!
অগ্রজ তোমারে ভাবিল না আপন-
অনুজ বলে, মনেতে তোমার নাই ঠাঁই।
বন্ধুরা সকলে করিছে তোমারে ধুর্ ছাই।।
এ কোন আচরণে গড়িছো নিজেরে-
নাই তুমি কারো হৃদয়- সম্ভারে
অহেতুক ক্ষণ হেলায় হেলিছো-
শুধুই অবুঝ প্রাণ। কেহ বুঝিল না-
মর্ম তোমার- নাহি বুঝিল স্নেহ স্নান।
ধরা আমি যে, নিশ্চুপ বড়, জানো নিষ্প্রাণ।
চির নিদ্রায় শায়িত থাকো, আমাতে অম্লান।