যেদিন মস্তিষ্কের চুম্বন কণিকায় আঘাত হেনেছিলে-
সেদিনই বুঝেছিলাম তোমার চাওয়ার ধরন।
তোমার নাসারন্ধ্র, তার উষ্ণ বায়ু আর রক্তিম গাল।
তোমার মায়াবী চোখের কপাট বন্ধ করা চাহনি।
আর, আর ওই পৃষ্ঠদেশের উলঙ্গ প্রদর্শন।
এলোকেশ এ আটকানো আমার চোখের দর্শন।
এসবের কিছুই ভুলিনি, প্রেয়সী। ভুলিনি আমি।
দূর থেকে আজও তোমার সেগুলোতেই ডুবে থাকি।
তুমি তন্দ্রাবতী, ঘুমাও তুমি। দেখি আমি।
হয়ত, পাশে থেকে নয়। স্পর্শ করেও নয়।
হয়ত কল্পনায়।হয়ত স্মৃতির পাতা থেকে।
সেই এলকেশ, বক্ষ, গাল, পৃষ্ঠ আর ঠোঁটের চুম্বন।
হয়ত আগের মতই।কিন্তু হৃদয়? সে তো অন্য কারো জন্যে।
তাতে কেবলই অন্যের গন্ধ লেগে আছে, নন্দিনী।
অভিলাসীনী, তবুও তোমার জন্যে থাকুক-
এক গুচ্ছ ভালোবাসা। ঐসব অহেতুকের জন্যে।