হাটতে চাই আমি শ্রাবণের মুষুল ঢলে,
যেথায় আমার অশ্রু থাকবে সবার অন্তরালে।
যেথায় আমার অশ্রু ভিজবে বর্ষা জলে।
শ্রাবণের অপেক্ষায়,
জমিয়ে রেখেছি আমার সমস্ত কষ্ট।
জমিয়ে রেখেছি দুঃখময় আমার সকল সুখ
আর তো মাত্র ক'টা দিন,
অতঃপর নিঃশেষে বিভাজ্য হবে আমার সকল কষ্ট
আর দুঃখের তাঁনপুরায় থাকবে তখন- কেবলই স্মৃতিমাখা সুর।
আমি তখন তোমার থেকে যোজন-যোজন দূর,
যতটা দুরে আছি এখন।
কষ্টিপাথরে কপাল ঘষেও যখন- তুমি নেই।
তাই তখন শুধু শ্রাবণের অপেক্ষায়।
জীবন শানকিতে যখন সুখকে
ভোগ করতে পারলাম না।
তখন না হয় দুঃখের মরীচিকাকে আপন করলাম।
আর তাইতো এখন শুধু,
শ্রাবণের অপেক্ষায়,
সুখের তেষ্টায় আমি না হয়
দুঃখের পানিতেই
মেটালাম আমার তৃষ্ণা।
তাইতো আমি হাটতে চাই সকলের
দৃষ্টির অগোচরে,
সারাদিনের পরে, রাত্রি শেষে, হারিয়ে যাবো তোমার,
কোন এক অবচেতন ভোরে।
শ্রাবণের সেই ভোরের অপেক্ষায়।।।।