কত বছর অপেক্ষা করবে তুমি-
আমার জন্য?
কত দিন আশা ধরে রাখবে তুমি
ফেরার জন্য?


কত কাল বসে থাকবে তুমি চেয়ে-
পথ পানে?
আর কত প্রমান পেলে বিশ্বাস করবে
আমি নেই, নেই কোনখানে


কেন বোঝ না আমাকে খোঁজার অর্থ
হৃদয়ের রক্তক্ষরণ
প্রতিটা সেকেন্ড বিষাদ, গতিহীন, অনন্ত
তিক্তস্নাত মন


আর কত জ্বলব আমি ওপারে বসে দেখে-
তোমার প্রতিক্ষা?
যদিও বল "খুজব না আর তোমাকে" কিন্তু-
তোমার চোখ তো তা বলে না


স্মৃতির গহীন অরন্যে কেন জ্বালাও বেদনার
মলিন বাতি?
আমিতো অক্ষম নিদারুন ক্লেদে ছেড়েছি পৃথিবী কেন-
আমায় ছাড়নি?


ছলছল চোখে কেন বারবার ফিরে আসে সেই
দৃঢ় সংকল্প?
যেদিন ছেড়েছি তোমার মায়া সেদিনইতো শেষ-
জীবনের অনুগল্প


এ বিভ্রমে কত থাকবে? কত আর হারাবে পথ?
কি বিষম ব্যাথ্যা, কি নিদারুন জ্বালা
যায় না সে ভাঙ্গা, যায় না সে মোছা
মহাকাল টেনেছে এমনই সে রেখা


ওপারে আমি মৌন জ্বলি
এপারে তুমি খুঁজছ কেবলই
মহাকাল রেখায় হাসছে যখনই
ঝাপসা দৃষ্টিতে ভাবি- বৃষ্টি এল কি?
ওপারে বৃষ্টি নামে না তা জানি
তবু দেখি আমি ভিজছি কেবলই
মহাকাল টেনেছে রেখা সে এমনই.....