আমরা দু'জনে                দু'জনার পরিচিত
প্রতিদিন দেখা হয়            পাশাপাশি বসা হয়
চোখে চোখ পড়ে যায়        দু'জনেই সরে যাই
তবু চোখ ফিরে যায়          চুপিচুপি দেখা হয়
হাসি শুধু এসে যায়           তবু চেপে চলে যাই
                   আমরা দু'জনে।।


বুকে কিছু আলোড়ন           স্বপ্নের আনাগোনা
সুখ কিছু বেড়ে যায়           মনে হয় সুখি সব
সব ভাল লাগে তাই           চুপচাপ ভেবে যাই
মা বলে- কিরে খোকা?        বাবা বলে- খুশি যে?
বোন বলে- কি খবর,          ভাল কি আছে সে?
হাসি শুধু এসে যায়            তবু চেপে চলে যাই
                  আমি টানাপোড়নে।।


মাঝ রাতে জেগে উঠি           চাঁদ ভাল লাগে যে
জানালায় চেয়ে থাকি           জ্যোৎস্নার নদীতে
উঠে এসে জুড়ে বসে           সাদা এক পরী যে
ডানা দুটো কাটা দিলে          তার মতো লাগে যে!!
                    আমি সুখ তরীতে।।


ছাদে যাই চুপিচুপি             সব চোখ এড়িয়ে
ডানাসহ পরী দেখি             এখনো ভাসে আকাশে
সাদা পরী, বিবর্ণ জ্যোৎস্না      মিলেমিশে একাকার
অপরূপ হয়ে ঝরে              ভাবি-রূপ কত প্রকার?
আর তো পারি না               নিজেকে থামাতে
ইচ্ছা হয় ডানা কেটে           পরীটাকে নামাতে
এবার হাসি এসে যায়         তবু চেপে চলে যাই
                মিথ্যে ঘুম ঘুমুতে।।


ঘুমানোর ভান করি           পরী-রূপী ভাসে সে
ভাবি কাল দেখা হলে         বলব কি করে যে
পরী ডানা মেলে যায়         উঁচু আরো উঁচুতে
ফিকে হয় জ্যোৎস্না            ভোরের আভাতে
হাসি চেপে বিছানায়           ঘুমের ভান করিতে
চেষ্টা চলতে থাকে             মিথ্যে ঘুম ঘুমুতে।
হাসি শুধু এসে যায়           তবু চেপে চলে যাই
আজ সে শাড়িতে              চুল ভেজা, ফুল গোঁজা
               স্বপ্নের পরী সে!!


ডানা দুটো সেটে              দেই মিলখানা খুজিতে
হাসি শুধু আসল বলে         এখন সে সামনে
তবু হাসি চেপে যাই           পেয়ে গেছি পরীকে
আর ছাড়াছাড়ি নাই            হাসি চেপে চলে যাই
              হাসি শুধু এসে যায়...