কবিতা


কলমের খোঁচায় কাগজে ফুটলে
বিরহের সুর তাতে উপচে পড়লে
তাতেই হবে লেখা কবিতা


-----------------------------
অনেকেই এধরনের কবিতার সাথে পরিচিত। লেখাগুলো নতুনদের জ্ঞাতার্থে। এধরনের কবিতায় কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর দিয়ে একটি অর্থবোধক শব্দ বিন্যাস হয়। বেশিরভাগ সময়ই দেখা যায়, কবিতার নামের সাথে মিল রেখে কবিতা লিখা হয়েছে বা যে শব্দ দিয়ে কবিতা লেখা হয়েছে তাকেই শিরোনাম করা হয়েছে। যেমন উপরের কবিতায় প্রথম লাইন "ক" ২য় লাইন "বি" তয় লাইন "তা" সবমিলিয়ে অর্থবোধক "কবিতা"।
------------------------------
এরকম কবিতার আবার ভিন্নতাও দেখা যায়, এটি Double Acrostic নামে পরিচিত। এক্ষেত্রে কবিতার প্রত্যেক লাইনের শুরু ও শেষ একই শব্দ দিয়ে হয়। যেমন নিচের কবিতায় প্রথম লাইনের শুরু ও শেষ "ক" ২য় লাইনে শুরু শেষ "বি" ৩য় লাইনে শুরু ও শেষ "তা" দিয়ে। অর্থবোধক শব্দ "কবিতা"
------------------------------


কবিতা


কলমের খোচাঁয় কাগজে জমুক
বিরহের ফুল, সাদা কালো ছবি
তাকে আঁকব তবু ভরাব খাতা


-------------------------------
নতুন জিনিস চেষ্টা করলাম। সমালোচনা রেখে যাবেন।