প্রতি ক্ষণে তোমার স্পন্দন
অনুভবে তোমার পদচারনা
প্রতিটা নিঃশ্বাসে তোমার অস্তিত্ব
অপলক আমার দৃষ্টি বন্দনা


ভালবাসার পূর্ণ বর্ষণ
অপূর্ব হাসিতে
লাজুক চোখের লজ্জা রাঙ্গা
নিপুন চাহনিতে


অনন্তকালের ঘুম ভাঙ্গা
যেন সুপ্ত কলি
একটু ছোঁয়ায় লুকাবে তুমি
অনুরণনে অনুরনি


প্রথমবারের মত যেন
তোমার ছায়া জানি
সঙ্গী হব দূর ঐ মেঘের
শেষের ছায়া থামি


নীরবতায়, মৌনতায়
তুমি আরও ওঠো ফুটে
স্নিগ্ধতায়, সৌজন্যে
তুমি পবিত্র অপকটে


মনের শুভ্রতায়
তোমায় একেছি
স্বপ্নের রঙে
তোমায় রাঙিয়েছি


গানের কলিতে
সাজি তোমারই কথা
প্রেমের ছবিতে
খুঁজি তোমার নীরবতা


নীল কিংবা আকাশি
তুমি যে সবই
রূপালি চাঁদের দেশে
তুমিই আমার প্রেয়সী


জানি না কখন তোমায়
ভালবেসেছি
বুঝিনি কথন তোমায়
মনে একেঁছি
এক পলকেই ভালবেসে
এ বুকে রেখেছি


একি মায়ায় জড়ালে হায়
কাছে শুধু টানতে চায়
সমর্পিত হয়ে আছি
তোমারই হৃদয়ে
অব্যক্ত কথামালার
অস্তিত্ব হয়ে


দুচোখের ভাষা যদি
বুঝতে পারো
বুঝবে তবে তুমি
কত প্রাণের প্রিয়