তুমি আমার দিকে তাকালে দেখ
অনাগত পিতা, অসভ্য প্রেমিক, বিশুদ্ধ
বন্ধু নামক জীব, বিলম্ব বালক, ভন্ড
প্রজন্মের ধারক ও লালনকারী, অনাহুত
পথিক, ভদ্র অবিনস্ত্য বাউন্ডুলে, আহত
রাজসৈনিক, বিশ্ব বেয়াড়া, চুমুর বৃষ্টি।


আমি তোমার ভেতরে তাকালে দেখতে পাই
বিশুদ্ধ প্রেরনা, অচলাশক্তি, করুনার নদী,
পাপড়িতে ঢাকা ফুটন্ত গোলাপ, রমন রজঃ
সোনার তরী, নির্ঘুম পরী, কোষ বিসর্জন,
রসনা বিলাশ, অবশ্যম্ভাবী মাতা, ধানের গন্ধ,
সোনালী কাবিন, নক্সী কাঁথা, ঠাকুরমার ঝুলি।