বাসের খোলা জানালা, চুপিচুপি পালানোর মতলবে
নিশুতি রাতে, ভয়ার্ত দৃষ্টিতে অন্ধকার বাতাসের দিকে
চেয়ে রইলাম, অপলক, দৃষ্টি যতক্ষণ না বাতাসের কাছে
হার মানে ঠিক ততক্ষণ, দেশজুড়ে অবরোধ চলছে
ছুটছি বাড়ির পানে, আজ ১৬ তম দিনে


"জানালাটা বন্ধ করুন" পাশের মানুষটা জানাল
দুটো সিট পরের একজন বললেন "ভাই, জানালা  
লাগিয়ে দিন সুরক্ষা পাওয়া যাবে কিছুটা হলেও"
- যা হবার তা হবে, দিয়ে আর কি হবে জানালা
মুক্ত বাতাস ভাল লাগে, গুমোট পরিবেশ লাগে না ভালো
আরেকজন উঠে এসে ধুম করে, লাগিয়ে দিল জানালা
স্থানুর মত বসে রইলাম, হতভম্ব, ভাবলাম কেনো?


হতভম্ব অবস্থায় ঘুমিয়ে পড়লাম, মাঝরাতের একটু বেশি
বাসেরা একসাথে বন্ধুর মত রাতের রাস্তায় এগিয়ে চলছে
ঘুম ছুটে গেল, চারপাশে তাকিয়ে জানালা খুলে দিলাম
একটু করে খোলা হাওয়ায় বুক ভরে গেল, তবে ঠান্ডা লাগল
তবু জানালার কাচে ঠেস দিয়ে রইলাম, মুক্ত বাতাস ভাল লাগে
চোখ লেগে এল, বাসের দুলুনিতে চোখ লেগে এল....


..অনন্তকাল ধরে মুখমন্ডলের পাশ জ্বলছে, পেট্রোলের তাজা ঘ্রাণে
মাথা ভরে গেছে, দু'হাতের তালুতে জ্বলছে আগুন, বাম কাঁধের
নিচ থেকে পায়ের হাঁটু পর্যন্ত অকৃত্রিম ক্রোধ, ব্যথ্যা, অসহায়ত্ব
গ্রাস করে নিচ্ছিল, বা চোখের উপরস্ত আগুনের হল্কায় ডান চোখ
আপনিই নিভে এল, সীমাহীন যন্ত্রনা নিয়ে বেরোতে চাইলাম বাস থেকে
এক বুক খোলা বাতাস চাই, বাসটা এত গুমোট কেন?
মুক্ত বাতাস ভাল লাগে, মুক্ত বাতাস চাই, মুক্ত বাতাস চাই...


-------------------------------------
দেশে জুড়ে অবরোধে, গত ১৫ দিনে প্রায় ২৯ জন মারা গেছেন বিভিন্ন সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায়। বাসের মধ্যেই জ্বলন্ত অঙ্গার হয়েছেন ৫-৭ জন। অকালে যারা ঝরে গেছেন তাদের জন্য সমবেদনা।


এমন রাজনীতির প্রতি ধিক্কার জানাই, পেট্রোলের গন্ধ ভরা বাতাস আমাদের চাই না। আমরা মুক্ত বাতাস চাই।