চলে যাচ্ছ?
তাহলে কথা দিলাম
আবার আসলে বিজন বিল দেখাব,
হিজল গাছের ছায়ায় বসে-
নানা দৃষ্টিকটু অজুহাতে কাছ ঘেষে বসব।
তুমি ধবল বকের আনাগোনায় দৃষ্টি রেখে,
উত্তর জেনেও প্রশ্ন করবে তির্যক দৃষ্টিতে।
দক্ষিণ হতে ভেসে আসা জলভেজা বাতাসে,
ভিজতে ভিজতে দুজনেই রঙধনু খুঁজব।
কথা দিলাম আবার আসলে যেতে দেব না তোমায়,
আঙ্গুলের ছোঁয়াছুঁই নয়, মুঠোয় পুরে রাখব দুহাত।