একদিন প্রজাপতির ডানায় ভর করে এল বিষণ্ণতা
বিবর্ণ সাদাকালো,
একদল জয়ীতার কন্ঠে ভর করে এল সমাধির রাগ
সকরুণ জোরালো।


পাল তোলা নৌকোর ছইয়ে বসে থাকা একলা কাক
যাবতীয় বৈভবহীন,
ঘাটের পর ঘাট অচেনা শহর, গ্রাম ভেসে চলেছে তরী
দীর্ঘ তৃষিত দিন।


তৃষ্ণার্ত বিসৃত সন্ধ্যাপ্রদীপ একদিন নিভে যায়
অন্ধকারে বিলিন,
কাকেরাও বিষন্ন রাগে ডেকে যায়, তৃষ্ণাতুর থেকে যায়
দীর্ঘ তৃষিত দিন....