আমার এলো মেলো সন্ধে বেলা
আলোর দিকে না তাকিয়ে , খুব  ভুল হয়েছে বলা
কোনো নিষেধ শুনে হাত দিয়েছে
সূর্যমুখীর ফুলের কাটায়
বিষাদ ছেড়ে দু চুমুকে শেষ
কোনো হলুদ পাখির নিশ্বাস
বিষাদ ছেড়ে মন খারাপের সিন্দুক
টুকরো করে মেঘ আর জল
কাছে আসতে না করেছে  ও
কোনো সাহসী বুকে , আমার সব
জমিয়ে রাখা ক্যাকটাস ভালোবাসা
কাটার মত ফুটছে কথা
বিধছে এসে বুকে, লাগছে ভালো
ভীষন কোনো ছুরির স্পর্শ
আনন্দের আতিশয্যে অন্ধকার মুখ
কোনো কালের জমিয়ে রাখা কিউমুলোনিম্বাস
মানবে আমার কথা
নামবে ধীরে ধীরে
বৃষ্টি সুখের মত শরীর জুড়ে
বাঁধিয়ে বসবে জ্বর
খুব ঘুমের মধ্যে সত্যি কথা বলবে আর
ভাববে তখন
কোনো অবাধ্য বৃষ্টির সময়
আঁকড়ে রেখেও হাত
কেনো হারিয়ে গেছে রাত?