চাঁদ তুমি তো দেখেছ কত প্রাণীর মৃত্যু,
প্রজাতির বিলুপ্তি,সংরক্ষণাগারের নামে মিথ্যাচার।
নারকীয় কৌতুহলী শিকার।
কত বাণী প্রচারককে উপজাতিদের খোরাক হতে।
পুনর্জন্ম নিয়ে বাদানুবাদ,তিন বিবলিকাল তীর্থযাত্রীর আনা উপহার।
বাঘ সিদ্ধ করে বানানো ওয়াইন।
বিগঠিত কালের ভাষান্তর,ধর্মগ্রন্থের দ্বিখন্ডন।
ফিতাকৃমিদের গর্বের ইতিহাস,সভ্যতার শেষ ও অসভ্যতার সূচনা,কাঁচাপাকা যুগের নিদর্শন,ইউনিকর্নের দৌড়।
উসমানীয় রাজবংশের হারেম বাসিনীদের।
মারাং বুরুর থানের মাহাত্ম্য,তাম্র যুগের সমাধি।
ব্লিচিং পাউডারের আবিষ্কার,ধূসর হয়ে যাওয়া কোয়ানঝো নগর,আড়া রাঢ়েশ্বরের মন্দির।
কালপুরুষ তারামণ্ডল পাহারা দেয় যেসব গুপ্ত উপাসনা।
চাঁদ এবার তোমার লাল ম্যাকাও পাখি হয়ে যাওয়া প্রয়োজন।।


।।রহিত ঘোষাল।।