কালচক্রের উপর একাকী দেশের বাড়ি,
নগ্ন পিঠ শ্যাওলার উপত্যকা হয়ে আছে,আকাশ ফাটছে।এ বছরও জল উঠবে ঘরে।
কৌতূহলে ঋতু ঢেউতোলা অভিশাপ দিচ্ছে,
পৃথিবীর বিস্তীর্ণ পৃষ্ঠে দাগযুক্ত ধ্বংসাবশেষ,তিলবর্ণ নাভিমূলে নিসর্গ,দারুচিত্রে অগ্নিশিখার বেণী,তার নাজুক নতমুখী লুটানো চেহারা রূপসী।
তোবুও এখনো সম্ভব সবকিছুই সম্ভব।ভোজবাজির মাটিতে,দুর্দৈবের চৌহদ্দিতে সবই সম্ভব।।


।।রহিত ঘোষাল।।