তুমি পুনরায় সংজ্ঞায়িত করছো সুখ,
তোমার অষ্টমঙ্গলার শাড়ি,পিঠ অব্দি খোলা চুল-নেমে আসে যে থালায় তোমার ভাত কাপড়ের দায়িত্ব রাখা হয়েছে তার উপরে।তোমার গাছকৌটো-কাজললতার উপর নেমে আসে দৃষ্টি নাকি চুক্তি?তোমার ঝকঝকে হাসির পেছনে আমি লুকিয়ে রাখি আমাদের ইতিহাস,রমণী শিহরণ,ত্যাগ,অর্ঘ্য।চোখের মিথ্যে পাপড়িতে কশাঘাত।এ জীবনে তুমি দিয়ে গেছো তোমার সোনার যৌবন,মৌবন,নিরাবরণ আয়োজন।ওই বাড়িটা তোমার হাতের ছোঁয়া পাবে অন্তমিল,
উপযুক্ত।
শুধু পাবে না সেই টাকাটা যেটা তুমি টিফিনের পয়সা বাঁচিয়ে বৃষ্টিস্নাত কফির দোকানে তুলে দিয়েছিলে সত্যান্বেষীর হাতে।।


।।রহিত ঘোষাল।।