হ্যাঁ ,..
আমরা আঁতেল।.
ভালো না লাগা, মন খারাপ হওয়া
আর ভাবুক ভাবটুকু একটু না হয় বেশি ই আমাদের
আমাদের কলমে মননে চলনে বলনে সর্বদাই প্রেম, বিরহ, রাজনীতি ..
জামায় বা টি-শার্ট এ কোটেশন টা আমাদের সিম্বল
গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, কখনো বা শুধু থুতনি তে একটু
চশমাটা আমাদের আদ্যপান্তের অভ্যেস বুঝলেন মশাই
সে পাওয়ার থাকুক ছাই না থাকুক
আমাদের দুনিয়ায় আনন্দ বলতে ঝালমুড়ি, চা..
কারো কাছে বা ডোপামিন উদ্দীপক হিসেবে নিকোটিন
আমরা আঁতেল মশাই।...
কাঁধে ঝোলা ব্যাগ বা পাঞ্জাবি টা এখন শখ বলুন বা খামখেয়ালি
আর অফ ডে তে লং ড্রাইভ বা....
বেখেয়ালি ভাবে টপাটপ প্রেমেপড়া- ইত্যাদি তো আছেই
সাংসারিক অবস্থা সে যাই হোক
ওটা আমাদের জীবনের ব্যাকগ্রাউন্ড...
তবুও।.. আঁতেল ই তো..


আর কিছু জানুন বা নাই জানুন, এটুকু জানবেন মশাই
যা আপনার বিলাসিতার কারণ
সে বিরিয়াণী বা হুইস্কি হোক..
ডিলান থেকে অঞ্জন দত্ত
মার্লে থেকে লেনন
যাতে আপনার হতাশা দূর হয়
তা এই চরম আঁতলামীর উপপাদ্য।..
মেলাতে না পারলে
জীবনের মার্কস টুকুর জন্য আফসোস করবেন না .... :-) :-)


জীবন ভারে নত হয়ে যেমন ভাবে ঔদাসীন্য বাঁচে
আঁতলামিও বাঁচে...
এক অজানা দ্বীপের মাঝে...


ভাল থাকুন...