আদিম হতে মানুষের অভিব্যক্তি হয়,
প্রযুক্তি বড়ো হতে থাকে প্রতি এককে..
সময়ের সাতকাহন বদলায়..
কিছু মানুষও সেকেলে হয়ে ওঠে,
পলিসি জন্মায় নতুন নতুন..
সান্ত্বনার অবকাশে..
মনের গহীনে একাকীত্ব বাড়ে,
দূরত্ব বাড়ে রৈখিক কৌণিক সমস্ত ভাবেই,
স্মৃতি প্রখর হয়..
কাঁদায় অবিরত..
প্রেমের সংজ্ঞা বদলায়।।
কাজের সংজ্ঞা বদলায়।।
ফুটপাতে বাড়তে থাকে হতাশা দের বিক্রি..
আঘাতে সহজ হয়ে ওঠে না অনেকেই,
নিস্তব্ধ বিদায়ে মনের সমর্থন বেড়ে চলে..
ডারউইন এর তত্ত্ব ও আধুনিকতার রাস্তা নেয়,
ক্ষতের ক্ষেত্রে স্নায়ুরা সৈনিক হয়ে ওঠে।।
অবসাদের নিউরোট্রান্সমিটার তখন..
দাবানলে বৃষ্টি আসার আকাঙ্ক্ষার মতই..
ডোপামিন এর আশায় প্রহর গুনে চলেছে।।