রোজ আশা দেখছ, কিন্তু ধাক্কা খাচ্ছ শেষবেলায়
রোজ এগোতে যাচ্ছ, কিন্তু হোঁচট খাচ্ছ দোরগোড়ায়
রোজ স্বপ্ন দেখছ, কিন্তু বাস্তব আঁকছ অঙ্কখাতায়
রোজ বহুরূপী দেখছ, তাও শুধরাচ্ছ না আত্মকথায়
তুমি কি মানুষ?
মুখের কথা শুনছ, মনের সাথে অসমান্তরাল
তাও প্রেমে পড়ছো বারংবার..
ভুল করছ, বুঝতেও পারছ, তাও আ‍ঁকড়ে থাকছো অহংকার
তুমি কি মানুষ?
মুখে বলছো দরদী, কিন্তু স্বার্থ মেটাচ্ছ গোপনীয়তায়
কিছু জানিনা কিছু মানিনা করছ, তাও সবই করছ..সরলতায়
পারো না পারো না বলছো, কিন্তু পারিয়ে নিচ্ছ অনিমেষেই
সত্যি করে বলবে, ব্যাপারটা আসলে কি?
কার পিছনে ছুটছ?, কার জন্য পড়ে থাকছো?..
তুমি যেমন মানুষ, তেমন বহুরূপী..
তোমাতে আর গিরগিটিতে তফাৎটা চিনেছ কি?
ওই লোকটাকে বাজে বলছো, তাও তার ধার ঘেঁষে চলছ..
পিছনে গালি দিচ্ছ, আর সামনে পদলেহন করছ..
তুমি কি সত্যিই মানুষ????..
উত্তর দাও!! উত্তর দাও!! উত্তর দাও!!