বহুদিন হলো, লেখা হয় না
মনটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া হয় না..
গ্রামের সেই মাঠ খানি ধরে..
পাখির ঝাঁক দেখা হয় না,
শোনা হয় না মাঝির নৌকা বাওয়ার গান।।
টাপুর টুপুর বৃষ্টির শব্দ অনুভূত হয় না,
তুফান ওঠে না, চায়ের কাপে, আড্ডায়...
ছবি আঁকা হয় না ক্যানভাস ভরে,
বলা হয় না কত কথা,
স্বপ্নের নারী স্বপ্নেই থেকে যায়।।
জীবনটা কেমন এলিয়ে গেছে..
কন্ঠে গান নেই, কল্পনায় বাড়ির ব্যালকনি নেই
হাতের কাছে শক্তি, বিভূতিভূষণ ও যেন ফ্যাকাসে..
গিটারের তারে আর সেই অদ্ভুত ঝঙ্কার নেই।।
চারিপাশে কত শিল্পী, কত প্রতিভা..
কাকে ছেড়ে কাকে দেখি..


কতদিন হলো শহরটায় পা রাখিনি
লাল নীল টোটো র গদি টায় বসে,
গায়ে হাওয়া লাগিয়ে ভাবা হয়নি স্বপ্নপুরীর কথা
হলুদ ট্যাক্সি আর নীল সাদা বাস টায় বসে ..
মাখা হয়নি ব্যস্ততার গন্ধ,
ট্রেন এর বাদাম কাকু টাও হেঁকে দিয়ে যায়নি..
মিষ্টি নোনতা বিকেলের পরশ।।
পাড়ার ফুচকা কাকু টাকেও দেখি না অনেকদিন..
দুনিয়া টা এতো সহজে হাতের মুঠোয় এসে গেলো বলেই কি??...
কি জানি...


কেউ লেখে, কেউ কাঁদে, কেউ হাসে,
কেউ বা আত্মপ্রচারে নামে..
পৌষমাস আর সর্বনাশ,
বোধয় এখন এক হয়ে গেছে।।
লড়াই জারি থাকে, লড়াই এর মানুষ ও থাকে
জলবায়ু বদলায় স্বাভাবিক ভাবেই..
কেউ শুধু বসে বসে দেখি,
বাজারের ব্যাগ ভরলো কি...


কল্পনায় এখন স্বপ্ন ভাসে, মনে জাগে হতাশা
করুণ সুরে বেজে ওঠে,
অণুজীবের তামাশা।।


সদাই বেজে ওঠে, অণুজীবের তামাশা।।...