আবহমান কাল হতে,
খেটে যায় মেহনতি মানুষ..
তাদের খবর কেউ রাখে না।।


সহ্য করে অশেষ যন্ত্রণা,
ঠাঁই হয় তাদের দলিত বা নিপীড়িতের স্থানে,
তবু তাদের খবর কেউ রাখে না।।


পৃথিবীতে প্রয়োজন ফুরায়নি তাদের..
প্রজন্মের পর প্রজন্মের হাতে,
রিলে রেস এর মশাল ধরিয়ে,
তারা আজও টিকে আছে।।
তবু তাদের সম্মান দেবার কেউ নেই..


তাদের দুঃখের কথা লেখা হয়, ছাপা হয়..
ছবি ওঠে, ভাইরাল হয়,
নজরে আসে লক্ষাধিক মানুষের..
তবুও তাদের জীবনের পরিবর্তন হয় না।।


ক্লান্তিময় জীবনে যাদের,
পেটে ক্ষুধা আর মনে শোক,
তাদের চাকরিও সর্বোচ্চ বেতনের হোক।।


যে গল্প সিলেবাসে ছিল না কোনদিন,
সে গল্পের নতুন সংযোজন হোক।।
ওরা তবে নতুন পৃথিবীর গল্প হোক..
ওরা তবে নতুন পৃথিবীর গল্প হোক।।