রঙীন শহরে সূর্য ওঠে নিয়মিত..
তোমার আমার জন্যে,
ব্যস্ততার মোড়কে আবদ্ধ হওয়া নিয়মিত..
তোমার আমার জন্যে,
বলতে পারো??.. এ কিসের অভ্যাস?..
সৎ অভ্যাসের নিয়মে আমি থাকি, তুমিও থাকো..
বদ অভ্যাস গুলো মূর্ছা যায় নিয়মিত..
সবই বুঝি তোমার আমার জন্যে..
বলতে পারো??.. এ কিসের অভ্যাস?..
সবগুলো আমি, আর সবগুলো তুমিকে
জড়িয়ে ভেবো দেখি..
এই ধরা ছাড়া খেলার অভ্যাস কার জন্যে??..
পথগুলো বিবেচক, তুমি আমি নই..এই বা কিসের অভ্যাস?
টুকরো মিথ্যার অভ্যাসে বদ্ধ তুমি, বদ্ধ আমিও..
এও কি তোমার আমার জন্য?
বেলা আসে, বেলা যায়..অভ্যাস গুলো রয়ে যায়
এও বুঝি তোমার আর আমারই জন্যে?
অনুরোধ তাই করি একবার, অভ্যাস এর হাওয়াকলে থেকো না আর..
বেরিয়ে এসো..বেরিয়ে এসো..
এ পৃথিবী তোমার আমার, সত্যের এবং মিথ্যার..
অভ্যাসেই হবে অভ্যাস পরিবর্তিত।।