সময় এগোতে থাকে নিজের মতন..
লাঠি ঘোরানোর লোকেরা আসে,
আবার চলেও যায়..
কারো তাতে কিছু আসে যায় না..
প্রভাবিত হয় মধ্য ও নিম্ন বিত্তেরা
আওয়াজ তোলে না সাধারণ,
দুবেলা দুমুঠো জোগাড়ের আশায়,
তাদের সময় যায় কেটে..
লাঠি তবুও ঘুরতে থাকে।।


লাঠি বদলায় নিয়ম মেনে,,
সময়ের সাথে সমানুপাতিক হারে..
তবুও তার ঘোরা চলতেই থাকে..
পৃথিবীতে চাঁদ আর সূর্যের আলোর মতই,
অনাবিল আনন্দে সে খেলা করতে থাকে
নতুন করে ক্ষোভ জন্মায়, ভিড় বাড়তে থাকে..
আবারও প্রভাব পড়ে একদলের,,
কিন্তু খাবারের খোঁজ করতে গিয়ে..
তাদেরও আর পথে নামা হয়না।।
এভাবেই কাজ গুলো থেকে যায়,
অর্থনীতি উপহাস্য হয়..
গরীবের হাতে টাকা থাকে না।।...