দিন যায়, রাত যায়..
তবু থেমে থাকলে চলেনা..
হতাশা, দুঃখ, ক্লান্তির মাঝে..
নিয়মেরা ফাঁদ পেতে রাখে..
শান্তি নেই।।
কাজ মূল্য খোঁজে শুধু, আর মূল্যেই কাজের প্রলোভন
সবাই নিজ ক্ষেত্রে খ্যাত হতে চায়..
সুখ্যাতি, কুখ্যাতি আর খুনসুটির মাঝেই..
বেঁচে থাকার শর্ত গুলো ক্রমশ জটিল হয়ে ওঠে..
হাতে হাতে টাকা বদলানোর মতই,
আমরাও বদলাতে থাকি অক্লেশে..
মানুষের মূল্য অপেক্ষা পকেটের মূল্য বেড়ে যায় অনিমেষে..
অপেক্ষায় থাকি, তবু পাল্লার ওজনের মতই মেনে নিতে হয়,
দ্বেষ বাড়তে থাকে, তবু ত্যাগের ইচ্ছা জন্মায় না..
দেওয়া অপেক্ষা নেওয়ার ঋণ গ্রাস  করে আমাদের..
তবুও মূল্যের সন্ধানে আমাদের ছুটে চলা..
কার মূল্য কে দেয়, কার থাকে খোঁজ..
ঘেরাটোপে বাড়তে থাকে হতাশা..
উপায় খোঁজার পর আপন বোধেরাই যখন দেওয়াল গড়ে,
সম্পৃক্ত পৃথিবীতে মূল্যের সিক্ত রস..
অমূল্যের গায়ে রং লাগাতে ব্যস্ত হয়ে পড়ে..
আর শান্তির দৈব বাণী দামামা বাজিয়ে যায়..
হোলি হ্যায়...😊