ওগো নীল গগনের শশাঙ্ক
তুমি সমাধান কর একটি অংক।


দুই প্রান্তে দুজনার বাস
দুই দেহে একই প্রাণরক্ত
দুটি প্রাণ তাই মিলন উমেদে
সদা হয়ে উঠে সিক্ত।


তোমার জ্যোতি একযোগে দুই দেহে
বর্ষার মত ঝড়ে
মৈত্রি উন্মাদনায় দুটি দেহ
দিবানিশি কেঁদে মরে।


সুহৃৎ মম, ওগো আমার বেরাদর
আরশী হয়ে তার অবয়ব
দর্শন করাও মোরে।
যাহার লাগি হৃদয় আমার
সদা আকুলিবিকুলি করে।


ভাগ অংক যোগে মিলে যাবে
তুমি,, যদি হও পরকলা
দর্শন বাদে মিলন ঘটিবে
ঘুঁচে যাবে সদা অপেক্ষার পালা।