শিলং পাহাড়ের চুড়ায়
অপরুপ প্রকৃতির মায়ায়।
অপরিচিতদের চির সারণীতে,
সংঘাত,সংঘর্ষ,বিতর্ক
ওহ! প্রাণে বাচলাম---
আর একটু হলেই তো
জীবন হতো বিপন্ন।


এ চরম অন্যায়,না ললাটে।
নিচে মৃত্যুপুরীর নৃত্য খেলা করে
আর উপরে একে অপরকে
জানার ইচ্ছে টানে।
সমুদ্রের ঢেউয়ের সৃষ্টি সাদা ফেনা
পরনে নীল শাড়ি পড়া।
সুন্দরী রুপবতী চোখে লাগে ধাঁধা
মন বলছে তুমি আমার বহু চেনা।


যোগ্য মানুষটিকে হয়তো পাওয়া যায়
কিন্তু সেই সময় যোগ্য জায়গাটুকু নয়।
এ যেন নিঃসঙ্গ পৃথিবীতে--
দেখার মত কেউ নেই আশেপাশে
গাছপালা আর পাহাড় পর্বত সাক্ষী থাকে।
হাতে হাত রেখে
তারা গল্প শুরু করে।


এমএ পাশ ছেলে
সাহিত্য ভালবাসে।
সকলকে জড়ায় কিন্তু
কাছে টানে না কাউকেই।
এভাবে অদ্ভুতভাবে উপভোগ করে
দুজনেই ঘর বাধার স্বপ্ন দেখে।


অন্ধকারের ভয়,অন্ধকারের যন্ত্রনা
যতই অস্পষ্ট হোক না।
মুহুর্তেই সব ধোয়াসা গেল কেটে
শিলং পাহাড়ের চুড়া থেকে
একটি ধ্বনিই প্রতিধ্বনিত হতে থাকে।
ভালবাসি! ভালবাসি তোমায়।
আজ ফিরে না গেলেই কি নয়?