এবার সঠিক বেঁচে গেলে,--
সদর্পে শুধরে নেবো জীবনের ভুলগুলি ;---
বর্গীয় বর্ণ -মালার মিলে ,ডালে ডালে সোহাগী রোদ্দুরে
নোকিল পাতার সংসারের মতো সাজাবো নতুন দিনগুলি ।
সুনীল সাগর থেকে সদ্য উঠে আসা, ঢেউ ঢেউ বাতাসের ঢেউ হবো
করোনা রুগীর কষ্ট-ফুস্ফুসে নির্মল শ্বাস হবো, প্রাণ হবো ।
sp
এবার সঠিক বেঁচে গেলে,--
প্রথমে বৃক্ষের কাছে ক্ষমা চেয়ে নেবো;--
বাঁচার গোপন মন্ত্র দেবে;-- সে-যে প্রতীজ্ঞা করেছে ।
জননীর মতো মৃত্তিকার ঋণ কখনো কি শোধ হয়?
তার কাছে নতমুখ,-- নতজানু হবো ।
বহতা নদীর কাছে, আত্মত্যাগী জীবনের যাদু
শিখে নেবো,--পাহাড়ের সাথে, মিতালি পেতেছি ;---
অতি কথনের এই বিভ্রান্তির বিশ্বলোকে
কতটা পুষ্পিত ধ্যানে,--কতটা প্রজ্ঞানে
প্রার্থনা কবুল হয়;--- অংকে অংকে বলে দেবে ।
আকাশের ধারাপাতে উদারতা পড়ে নেবো;
বাঁচার জ্যামিতি সে-তো ;-- অতটা জটিল
নয়; জতটা পড়েছি প্রকৃতি;--জেনেছি সভ্যতাকে !
sp
এবার সঠিক বেঁচে গেলে,--
পুতুলের বিয়ে ভেঙে গেলো বলে, কন্যার কান্নার,
বেদনার সাথি আর পুত্রের স্বপ্নের খেলনা গাড়ি হবো,
ডিসনি হবো;--মিকি-মিনি মাউস!-- ভিডিও গেম হবো।
কিছুটা শ্রমে, কিছুটা প্রেমে ;--অযথা কলহ ,
অযথা মিলনে;-- আমরা যে পেতেছি সংসার ;--
তুমি দেবে তাতে সহিষ্ণুতা;--আমি ক্ষমাশীল হবো ।
আমাদের প্রেম, আমদের ভালোবাসা
পেয়ে যাবে ফের, ছন্দিত নন্দনে কবিতার ভাষা।
sp
এবার সঠিক বেঁচে গেলে,--
সাগরের স্বরলিপি শিখে;-- ঢেউ হবো ; জনস্রোতে মিশে
একাই জনতা হবো ;--অধিকার জেনে নেবো,
কিভাবে সে স্বাধীনতা পেতে হয় ।
সত্যের পোস্টার হবো ,--বোধির ব্যারাকে
ব্যারাকে ফেস্টুন;--মিছিলের অগ্রনী পা হবো;
নীতির পতাকা হাতে, মানবতা-মানচিত্র তুমুল উড়াবো।
করোনা শহীদ যারা—বেদনা-বিচ্ছেদে
বানাবো ভীষণ নামে নামে;--স্মৃতির মিনার !
sp
এবার সঠিক বেঁচে গেলে,---
সহসা- দৈবাত বেঁচে গিয়ে ঘরে ফিরে আসা
একজন মুক্তি-যোদ্ধার ধরণে,-- প্রতিশ্রুত হবো;--
যেমন করে জননী তার সন্তানকে,পিতা তার কন্যা,
বোন তার ভাই,বন্ধু তার বন্ধু এবং সে আমাকে;---
প্রিয়তমা বাংলাদেশ;--জন্মভূমি আমার স্বদেশ
তোমাকেই যাবো শুধু ভালোবেসে যাবো।