আমি কি এসেছি বলতে এসেছি আমার প্রিয়ার প্রেম?
হৃদয় আঙিনা জুড়ে তার ইট-ঘেরা ভালোবাসা;
বাড়ন্ত বৃক্ষের মতো;--ছড়ায় প্রেমের সবুজিমা;--
আমার প্রিয়ার মাঝে যে আছেন, লক্ষজনের প্রিয়া;--
ক্ষতি কি বলো-তো?--ক্ষতি কি বলো-তো?


আমি কি এসেছি বলতে এসেছি তারই তুমুল প্রেম?
কখনো কোকিল;--মৌ-মৌ গুঞ্জনে, ঝর্ণার পায়ে,
নদীর নুপুরে, কখনো আবার রিনি-ঝিনি;
মেঘলl মনের স্বরলিপি—হৃদয়-ধ্বনির মতো তার
বাজে যে আমার গহন গোপন-কানে বারবার;--
তবে কি এ-আমি, বলতে এসেছি আমার ভীষণ প্রেম?
আমারই মতো লক্ষজনের প্রেমের দলিল ;
মাপ খতিয়ান, সীমান্ত-রেখা, মেলে কি তারই প্রেমে?
ক্ষতি কি বলো-তো ?


আমি তো বেসেছি ভালো যে বেসেছি প্রেয়সি তোমাকে
আমার উজাড় দিয়ে;--ক্ষতি কি বলো-তো?
তুমি কি বেসেছো আমাকে বেসেছো নিংড়ে তোমাকে
ভালো কি বেসেছো আরো?--ক্ষতি কি বলো-তো?


আমরা মিশেছি পুষ্প-পাতায়; মানুষ যে-ভাবে মেশে,
আমরা মিশেছি নদী-মোহনায়; মানুষ যে -ভাবে মেশে,
আমরা মিশেছি মাটি ও বৃক্ষে; মানুষ যে-ভাবে মেশে।


আমরা দুজনে ভাসি ঢেউ ঢেউ,--যে ভাবে ভীষণ
প্রিয়-প্রিয়তমা, ভালোবাসা স্রোতে ভাসে
ঝর্না তলের নুড়িরা যেমন পাহাড়টা ভালোবেসে
আমরা তো আছি একে অপরেরে মায়াবিনী যাদু বলে
ক্ষতি কি বলো-তো ?


আমরা চলেছি জীবনের মতো বন্ধুর পথ হেঁটে;
আবেগের বেগে, হোয়ে আখ্যান, মানুষ যে-ভাবে হাঁটে;--
আমরা চলেছি অযথা কলহ অযথা মিলনে
শ্রমে আর প্রেমে আশ্লেষে অভিমানে ;--মানুষ যে ভাবে
আমরা চলেছি স্বপ্ন-সহিষ্ণুতার মতো বেদনা বিচ্ছেদে
খুচরা-মামুলি মুদ্রার মতো সুখ-দুঃখের
ধরা-অধরার অভিলাষি মনে;--মানুষ যে-ভাবে
ক্ষতি কি বলো-তো?


আমরা প্রতীক লক্ষজনের প্রতিনিধি যদি
ক্ষতি কি বলো-তো?
আমাদের প্রেম লক্ষজনের প্রিয়-প্রিয়া-প্রেম,
ক্ষতি কি বল তো?
আমদের ভালোবাসা--নদী ও মোহনা
বৃক্ষ ও মৃত্তিকা--ক্ষতি কি বলো-তো?


আমরা তো চাই বো না হতে বিখ্যাত সব
উতপ্রেক্ষিক, ঠাসা উপমিত, অলংকারিক
কবিতার ভাষা; আমরা-তো চাই বো না হতে
আমরা তো চাই-বো না হতে; চাই-বো না;


কালান্তরের ঢাউস ঢাউস প্রণয়ের-ইতিহাস
আমরা তো চাই বো না হতে, বড় বড় পাথরের মতো  
স্মৃতির মিনার;--মহান মনুমেন্ট-মমি-প্রেম,
আমরা তো আছি;--থাকবো তো—থাক-বো তো
লক্ষজনের মতো--ক্ষতি কি বলো-তো?


আমাদের প্রেম পূর্ণতা পাক আঘাতে-ব্যাঘাতে;--
আলো কেটে কেটে, ঢেঁকির পাড়ের মতো সনাতন
অন্ধ-অন্ধকার ছিঁড়ে ছিঁড়ে;--ক’লের চাকার মতো
সভ্যতার জাতায় পিষে পিষে, আমাদের ভালোবাসা
উঠুক তুমুল ভোরে,--স্ফিত ধোয়া-বর্ষার প্রকৃতির
সুষুমা সবুজে, রোদেলা সোহাগে;--ক্ষতি কি বলো-তো?
আমদের প্রেম, ভালোবাসা আধি-ব্যাধি,
লক্ষজনের মতো;--ক্ষতি কি বলো-তো?
ক্ষতি কি বলোতো?-- ক্ষতি কি বলো-তো?