একটি কবিতা শুধু একটি কবিতা
আমাকে যে লিখতেই হবে;---
যে কবিতা, সব থেকে সহজ সুন্দর;
যে কবিতা, সব থেকে হিরণ্ময়;
যে কবিতা, সব থেকে শিল্পময়
শিশুর গালের মত, সোহাগি সরল
যুগে যুগে সম্ভাবনাময়; যে কবিতা, ভুল রাজনীতি,
ভুল সিদ্ধান্তের মত অসমাপ্ত;-- বাংলার সংসদে
গণতন্ত্র শব্দের মত কেবল চর্চাধীন;--
যে কবিতা খুঁজে ফিরি প্রতিদিন-প্রতিক্ষণ;
যে কবিতা আজও লেখা হয়নি ;--
আমাকে যে লিখতেই হবে।--
একটি কবিতা শুধু একটি কবিতা ।



কবিতাটি আমি, যে ভাষায়
লিখব বলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি
বৈশ্বিকের সর্রশ্রেষ্ট, সর্ব-বিদিত ও ব্যবহৃত ভাষা;-
যার প্রতিটি অক্ষর, ধ্বনি  বর্ণ-মালা ,
আটপৌরে ও জটিল ব্যাকরণ-বিধি
শিক্ষিত আথবা অশিক্ষিত, মূর্খ-জ্ঞানি
সবাই জানেন;--দেশে-দেশে, কালে-কালে
এই সর্ব বোধোগম্য ভাষাটির শিরোনাম দেয়া যেতে পারে
ভালোভাসা;--ভালোবাসা-ভাষা !


যে কাগজে কবিতাটি লিখব ভেবেছি,--
মাটি ও জলের মত বেশ সহজেই পাওয়া যায়;--
পরিধিও আকাশের মত অনন্ত-আসীম;
উৎপন্ন খমতাও, চরের পলির মত মজবুত-স্ফিত;--
পরস্পর বিনিময় ক্রমশ শেয়ার
মার্কেটের মত বেড়ে গেলে;-- বিশ্বের সভ্যতা আরো
শক্তিশালী হবে,--ধ্বস নামলেই ঘোর অমঙ্গল!
কর্ণফুলি,বসুন্ধরা কাগজের মত শুধু যে দৈশিক শিল্প
তা নয়; বিশ্ব বাজারে এই কাগজের চাহিদা সুনাম
ঊর্ধ্বগতি;--আমি এর নাম দিতে চাই---
হৃদয়-কাগজ!
বকোর বামেই থকে;- যাদের নেই বা
ব্যবহার জানেন না; অথবা ড্যামেজ;---
নো প্রব্লেম;--সমাধান গ্যারান্টি এবং গ্যারান্টি ।


কলম হিসেবে আমি মনে করি,
বিবেকের বলপেন বেছে নেয়া উৎকৃষ্ট;--
বস্তুত বিবেক নাম্নি এই বলপেন
ব্যবহারে যারা, অভ্যাসিত–স্বাগতম !
এবং যারা না-না ওজুহাতে – নিজ নিজ
বিবেকের পর্দা, ফুটো-ছিদ্র-নষ্ট করেছেন
প্রত্যেকেই এ-কলম, উপহার পাবেন নিশ্চিত--
যে কোনো জাতীর মুক্তিযোদ্ধা যথা;---
ফ্রিডম-ফাইটার সনদের মত জাগতিক পথে পুনরায়
স্বীকৃতি পাবেন,--মানবিক পদাতিক ।


এ-কবিতাটি লেখার জন্যে,--
যে কালি-কালার বেছে নিয়েছি ভীষণ
তার ঐতিহ্য-সৌকর্য, পৌরাণিক  নিদর্শনমালা,
ইতিহাস–বহু-বহুকাল ধরে প্রতিভাত;--
ঘানি-টানা তৈল কিংবা ঠেকি-ছাঁটা চাউলের মত
খাটিত্ব-ও বেশ,- নাম ?-- লাভ!
শুধু একটি কালার--লাভ !
কালির কালার, লাভ!—লাভ !


কিছু আশা, কিছু প্রেম রূপক-প্রতীক
স্বপ্নগুলো হোক চিত্রকল্প;
ইচ্ছেরা উপমা-অনুপ্রাস, থোকা থোকা
যমক হয়ে উড়বে, পাখি হয়ে---মুক্ত-শঙ্খচিল ;
ছন্দের নাম সভ্যতা;-- প্রকৃতির আঠার মাত্রায়
নন্দিত -নন্দনে,–- আরো-আরো অলংকারে;
ছড়াবে আলোর দ্যুতি পল-অনুপল ।
মানুষের মূল্যবোধ;--মানবিক বোমারু মিমান,
কিংবা সৈনিকের বেশে, প্রিয়তমা জীবনের নিরাপত্তা
নিশ্চিত লক্ষে টহল দেবে, টাইম-টু-টাইম ।


একটি কবিতা শুধু একটি কবিতা,
আমাকে যে লিখতেই হবে;--
চছ’শো কোটি মানুষের বিচলিত বিদগ্ধ হৃদয়
ভাটা-জ্বালা কয়লার মতো পুড়া মন;--
যুদ্ধে যুদ্ধে ক্লান্ত হয়ে–প্রশান্তি প্রত্যাশা বুকে নিয়ে
এক হয়ে চেয়ে আছে আমারই দিকে ।


আমাকে যে লিখতেই হবে--
ছ’শো-কোটি জীবনের একটি কবিতা;--
আমি কবি, আমি জনতার প্রতিনিধি
আমি সাগরের একখানা ঢেউ ;---
শুধু একখানা; ভিন্ন –অথচ অভিন্ন
আমি সমগ্র -সহস্র;-- এবং আমি একা
এবং আমি একা নয়;--সমস্ত সমুদ্রে;--
বিস্তারিত জনতার জলস্রোতে আমারই চিহ্ন-পদোভার;
কে জনতা!-- জনতা কে ? আমি!,--আমি একাই জনতা;--
আমি জনতার জলে মিশে থাকি
আমি কবি,আমি জনতা্র জলে এক ফোটা জল ।-
আমি একাই মিছিল, অগণিত ফেস্টুন-পোস্টার
দুরন্ত বৈলী হাওয়ার বেগে ছুটে আসা,-- একা আমি
কোটি কোটি মিছিলের পা, তুমুল উত্তলিত সারিবদ্ধ হাত ।


একটি কবিতা শুধু একটি কবিতা
আমকে যে লিখতেই হবে;--
একটি পতাকা শুধু একটি পতাকা;--
আকাশের মাপে মাপ, নীলিমার নিলে
সর্বদা উড্ডীন;--প্রিয়তমা জন্মভূমি বসুন্ধরা
একটি স্বদেশ—শুধু যে একটি দেশ
একটি সহজ সংবিধান;
তোমার আমার স্বাধীনতা সমাধান ।


আমাকে যে লিখতেই হবে—
ভালোবাসা-ভাষা, লাভ লাভ কালির কালারে
বিবেকের বলপেনে,-- হৃদয় কাগজে
প্রকৃতি-মাত্রায়,-- সভ্যতার ছন্দে,
প্রেম-চিত্রকল্পে, কিছু আশা ইচ্ছের উপমা
যমক-প্রতীক উৎপ্রেক্ষা, শ্লেষে-অনুপ্রাসে
একটি কবিতা শুধু একটি কবিতা –
শুদ্ধ মানব বোধের মত ঋদ্ধ, শান্ত! শান্তি!
একটি কবিতা শুধু একটি কবিতা –
নাম,--মানবতা ।