আমি একটা রহস্য আমাকে তোমার শূন্যস্থানে
বসাতে যেও না,
ভড়কে যাবে,বিভ্রান্ত হবে
কল্পনার বিপরীতে বাস্তবতার চলা
আমাকে এ দু'য়ের স্রোতে ভাসানোর চেস্টা করো না
বৃথায় শুকিয়ে যাবে তোমার আশার সমুদ্র
আমাকে মহাশূন্যে দৃশ্যমান করো না
খুঁজে পাবে না কোটি বছরের তারকার ন্যায়
আমাকে যত্নে গড়া গোলাপ বাগান ভেবো না
আমি তো জন্ম থেকেই বুনো ফুল
আমাকে আকুতি নিয়ে ডেকো না
আমি অনিশ্চয়তার পথযাত্রী
আমাকে কালো মেঘের বৃস্টির ফোঁটা ভেবো না
আমি কালবৈশাখী ঝড়
আমাকে অট্টালিকার চড়ুই ভেবো না
আমি বাবুই।।


২৮/০৬/২১