দীর্ঘশ্বাসের শেষপ্রান্তে ছুঁয়ে যায়
নীলের আবরণ
ইচ্ছে করে
সবকিছু ফেলে ঝাপ্টে আলিঙ্গন করি
কুরে খাওয়া নীলকে
তবুও বঞ্চিত বাহু যুগল
শীউরে উঠা পাথরের ঘাম
চাতকেয় ন্যায় আমি চেয়ে থাকি
একটু আলিঙ্গন করো
আমাকে একটু আলিঙ্গন করো
কবে কোথায় কিভাবে হেঁটে গিয়েছিলাম
জোসনার ছায়া ধরতে
দেখা হয়নি ফিরে আমাতে নীলের ছায়া
আমাকে আলিঙ্গন করো।।