অন্ধকার সময়ের ভ্রান্ত পথে,
হেঁটেছি জীবনের প্রতিটি বাঁকে।
হাঁপিয়ে ওঠা চিন্তা আমার,
ফিরে আসে পাপের ধারা বয়ে।
পবিত্র সত্ত্বা করেছি অপবিত্র,
ঘুরেছি মিথ্যার বৃত্তে।
দগ্ধ দহনে সুখ খুঁজেছি,
বুঝিনি জীবনের মানে।
ভুলে থেকেছি প্রভু তোমায়,
তোমার নিয়ামত।
পাপের স্রোতে গা ভাসিয়ে,
করেছি নিজেকে আহম্মক।
রঙিন ভুবন ভেবেছি কিরণ,
ছড়াবে দীর্ঘকাল।
বুঝিনি আমি জীবনটা যে,
কচুপাতার জল।
গোধূলি লগ্নে বুঝিলাম আমি,
জীবন যেন তারই ন্যায়।
রাত ফুরিয়ে আসবে যে দিন,
নিশ্চয়তা যে তার নাই।
পাপিষ্ঠ এ বান্দা তুলেছে দু-হাত,
খোদা তোমারই দরবারে।
মাফ না করিলে খোদা যাবে যে আমার,
জীবনটাই বিফলে।
বিশুদ্ধ বীজ হয়েছে বিষ,
শয়তানের প্ররোচনায়।
আমি অধম গোনাহগার,
আমি যে সর্বহারা।
ক্ষমা করো প্রভু দেখাও সত্যের আলো,
সদা চিরন্তন।
আমি পাপি তুমিতো দয়াময়,
রাহমানুর রাহীম।