ইচ্ছে করে আরো একবার ছেড়া পালের তরী নিয়ে শৈশবের চিরবসন্তের খোঁজে যেতে।
আমার দোটানার দুঃখের সংসারে সবুজ রঙে এঁকেছিল সে সুউচ্চ তালগাছে বাবুই পাখির বাসা।
ইচ্ছে করে দীর্ঘ আশায় রাত কাটাতে,
যতটা দীর্ঘ হলে স্নিগ্ধ সূর্যের আহবানে ধার নেয়া যাবে
গন্ধহীন ছোট ছোট অজস্র সাদা ফুল।
যারা আমার একটা একটা কষ্টের গল্পের আক্ষেপ দূর করে দিবে।
যখন জীবন থেকে ছিটকে পড়া সময়ের ভাঙা পাড়ে দাঁড়িয়ে গলা ছেড়ে ভীতু কণ্ঠে চিৎকার করি।
তখন শুধুমাত্র আমার মায়ের প্রতিচ্ছবি ভেসে উঠে।
এত এত শব্দ দূষণে হারিয়ে যায় আমার করুণ সুর।
অথচ আমার ভ্রান্ত মন হিংস্র সময়ের কাছে ভিক্ষা চায় আমার সবুজ চিরবসন্তের জীবন।
ছোট্ট টবে শিকড় গাড়তে না পেরে নোয়ানো পাতায় স্বীকার করে এই কলুষিত আলো-বাতাস আসলে তার জন্য না।
মায়ায় বাঁধনে নির্লিপ্তে মিশিয়ে ফেললে পুরো জীবটাই তার ধূসর হয়ে কাটাতে হবে।
কিন্তু সে তো ধূসর হতে চায় না,
সে হতে চায় চিরসবুজ!