আমার তোমার যেথায় হবে ঘর
সেথা প্রদীপ হয়ে চন্দ্র রবে দোরে
কইবে কথা পল্লব-মর্মর
ভালোবাসা থাকবে জীবন ভরে।
যুদ্ধ ক্ষুধা রক্তপাত নয়
সেথা শান্তি বহে অক্সিজেনের মতো
প্রেমালীঙ্গনের অতিন্দ্রীও প্রলয়
সেথা পদ্যে পাতায় জীবন উদগত।