পথ বলে-
হে পথ ভোলা
তুই কোনবা পথে যাবি
পথের শেষে অনায়াসে
তুই পথই খুঁজে পাবি
সেই পথে তুই আগুন পাবি
এই পথে তো ঝড়
ওই পথে ভীষণ প্লাবন
তুই ডুববি অতঃপর


আমি হাসি
অনেক আশায় তোমার পানে চাই
চোখে তোমার মরিচিকা
উত্তর সেথাও নাই
আমি হাতটি ধরে বসি


ঠোঁটে তোমার আগুন জ্বলে
চুলে মেঘের ঘোর
সজল চোখের মরিচিকায়
উঠল নবীন ভোর


(ঢাকা, ১৫.০৬.২০১৫)