করি আমি আফসোস;
তোমার হৃদয়ে পেলাম না কখনোই আমি ঠাঁই,
করি আমি আফসোস;
ঠিক সময়ে উন্মোচিত হলোনা তোমার মুখোশ,
ডুবেছিতো ভুলের নদীতে যার কূল-কিনারা নাই
দিচ্ছিতো আমি প্রতিমুহূর্তে ভুলের মাশুল, তাই;
করি আমি আফসোস।