সুন্দর সকালের পরিবেশ বলছে,
আজ বসন্ত।
মৃদু মৃদু শীতল বাতাস বলছে,
আজ বসন্ত।
গাছে গাছে কোকিল ডেকে বলছে,
আজ বসন্ত।
চারদিকে ফুলের সুবাস বলছে,
আজ বসন্ত।
জরাজীর্ণ গাছের নতুন পাতা বলছে,
আজ বসন্ত।
ভ্রমর, মৌমাছিরা উড়ে-উড়ে বলছে,
আজ বসন্ত।
নতুন রূপে সাজা প্রকৃতি বলছে,
আজ বসন্ত।
শীতের ঠান্ডা হাওয়া যেতে যেতে বলছে,
আজ বসন্ত।
পহেলা ফাল্গুনে ক্যালেন্ডারের পাতা বলছে,
আজ বসন্ত।
বাসন্তী শাড়িতে জড়ানো নারীরা বলছে,
আজ বসন্ত।
প্রকৃতির এমন রূপ দেখে আমিও বলছি,
আজ বসন্ত
আজ বসন্ত
আজ বসন্ত।