আমরা মধ্যবিত্ত,
মনে আঁকি শত আল্পনা
অবিরাম দেয় উঁকি হাজারো কল্পনা
দমকা হওয়ায় সব হয় এলোমেলো
আল্পনা যায় মুছে, কল্পনাও ফুরোলো।


আমরা মধ্যবিত্ত,
উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানে
অপ্রাপ্তি, অপূর্ণতাই বেশি এই জীবনে
অশেষ ইচ্ছা থাকে মনের গভীরে
সাধ আছে, নেই যে সাধ্য, পূরণ করব কি করে?


আমরা মধ্যবিত্ত,
প্রতিটা পদক্ষেপে চিন্তাভাবনা শত
করে চলি হিসাব-নিকাশ অবিরত
বাস্তবতার সাথে মিলিয়ে মিশিয়ে চলতে হয়
এ যেন নিজেকে ভালো রাখার ব্যর্থ অভিনয়!


আমরা মধ্যবিত্ত,
নিজের কষ্ট গুলোকে করিনা প্রকাশ
আফসোস আর অন্তরে যাতনা নিয়ে বসবাস
সক্ষমতা অনেক এই সংগ্রামী জীবনে
আলো-আঁধারে জীবন পার, চলে যায় টেনেটুনে।


আমরা মধ্যবিত্ত,
জীবনের কাহিনী এক ট্রাজিক মহাকাব্য
সয়ে যায় শত ক্ষত, আছে যা সম্ভাব্য
প্রাণের চেয়ে মূল্যবান আমাদের আত্মসম্মান
বিলাসিতাহীন এই জীবন দিব্যি চলমান।


আমরা মধ্যবিত্ত,
জীবনে আয়োজন আছে, নেই আড়ম্বর
ওজন বুঝে চলি সারা জীবন ভর
আকাশছোঁয়া ইচ্ছেগুলোর পাইনা যে নাগাল
তাও যাচ্ছে জীবন চলে এইভাবেই চিরকাল।