দেখেও অন্যায় অত্যাচার, বিবেক থাকে কিভাবে নিশ্চুপ?
দিকে দিকে মৌলিক অধিকারের হচ্ছে যে আজ লঙ্ঘন
না দেখার ভান করে মুখে কেন এঁটেছো কুলুপ?
প্রতিবাদ না করে তবু সেজে আছো সাধু-সজ্জন।


দিকে দিকে মৌলিক অধিকারের হচ্ছে যে আজ লঙ্ঘন
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে, ভাবো নিজে নিজে
প্রতিবাদ না করে তবু সেজে আছো সাধু-সজ্জন
দেখেও, না দেখে ইচ্ছাকৃত কেন রয়েছো যে চোখ বুজে।


বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে ভাবো নিজে নিজে
শিকল পরানো ঘুমন্ত বিবেককে জাগ্রত করে তোলো
দেখেও, না দেখে ইচ্ছাকৃত কেন রয়েছে যে চোখ বুজে
সময় এখন গর্জে উঠার, বুজে থাকা চোখ মেলো।


শিকল পরানো ঘুমন্ত বিবেক কে জাগ্রত করে তোলো
অন্যায় অবিচারের বিরুদ্ধে থেকো না আর চুপ
সময় এখন গর্জে উঠার, বুজে থাকা চোখ মেলো
দেখেও অন্যায় অত্যাচার, বিবেক থাকে কিভাবে নিশ্চুপ?


--------------------------------------------


**পানতুম সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।