আজও যাচ্ছি তোমার সাথে দেখা করতে
             কিন্তু আজ;
                 হাতে নেই ফুল, পকেটে নেই চকলেট।
                 নেই কোনো চিরকুট, আছে শুধু দীর্ঘশ্বাস।


আকাশটা আজ পরিষ্কার
মেঘ নেই, সূর্য দিচ্ছে পরিপূর্ণ আলো।
                  কিন্তু মনের আকাশে মেঘের আনাগোনা
                  বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছে
অঝোর ধারায় বৃষ্টির ফোঁটা চোখের অশ্রু হয়ে ঝরে পড়ছে।


নদী আজ শান্ত
ঢেউ আছড়ে পড়ছেনা কিনারে।
                   কিন্তু মনের নদী আজ বড় উত্তাল
                   সেখানে অবিশ্রান্ত ঢেউয়ের অবিরাম আসা-যাওয়া
মনে হচ্ছে এই বুঝি ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায় অজানায়।


ভাবনাটা আজ এলোমেলো
কোন কিছুতে স্থির হতে পারছেনা
           কি করে হবে স্থির?
সাড়ে তিন বছরের সম্পর্কের যে আজ শেষ দিন!


পথ চলতে খুব কষ্ট হচ্ছে,
মনে হচ্ছে পায়ে কেউ বুঝি শিকল পরিয়ে দিয়েছে,
              যেনো তুমিই ইচ্ছে করে!


অবশেষে গন্তব্যে।
              কিন্তু এ কি! তুমি এখনো আসোনি
              অভ্যাস আর বদলালো না
              সেই দেরী করে আসলে
বললে, তুমি আজ অন্যের হয়ে যাচ্ছো---
             তোমার কিছু করার নেই।


আমি কিছুই বললাম না;
             কি বলবো?
সবসময়ই চুপচাপ সব মেনে নিতাম
আজও নাহয় বুকে পাথর বেঁধে মেনে নিলাম।


শুধু মনে মনে বললাম---
                 স্বার্থপরের মতো আমাকে একা রেখে হারিয়ে যাচ্ছো?
                 এতো স্মৃতি, এতো ভালোবাসা সব তুচ্ছ আজ তোমার কাছে?


তুমি বাড়ির পথে হাঁটলে
                আমি শুধু তাকিয়ে দেখছি---
                অপলকে তোমার চলে যাওয়া।
হঠাৎ তুমি থমকে দাঁড়ালে!
আমার মনে আশার সঞ্চার হলো।
ভাবলাম, হয়তো ফিরে আসবে,
কিন্তু না, পিছন ফিরে তাকিয়ে বললে-
                ভালো থেকো!
                ভালো থেকো!