হারিয়ে গেলে বিশ্বাস, ধীরে বহে যে বুকের নিশ্বাস
মায়ার বাঁধন যায় ছিঁড়ে, মিথ্যা লাগে সব আশ্বাস
আপনা মানুষ হয় পর
শূন্য বুকে ধুধু বালুচর
ক্ষত-বিক্ষত হৃদয়ে, পুরনো স্মৃতি করে উপহাস।