"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"


একটি বজ্রকন্ঠের আহ্বান
জাগ্রত সাড়ে সাত কোটি বাঙালি,
একটি বজ্রকন্ঠের আহ্বান
ধ্বংস করলো পাকিস্তানী চোরাবালি।


একটি বজ্রকন্ঠ, ৭ই মার্চ
রেসকোর্সে জনতার ঢল,
একটি বজ্রকন্ঠ, স্বাধীন বাংলাদেশ
তারই ফলাফল।


একটি বজ্রকন্ঠ, একটি তর্জনী
প্রকম্পিত সুর,
জয় বাংলা স্লোগানে মুখরিত
প্রতিধ্বনি বহুদূর।


একটি বজ্রকন্ঠ, সদা নির্ভীক
সদা সোচ্চার,
এনে দিয়েছে স্বাধীনতার রক্তিম সূর্য
করেনি পরোয়া
জেল-জুলুম কারাগার।


একটি বজ্রকন্ঠ, সারা বিশ্বের
অহংকার আর বিস্ময়,
বাংলার বন্ধু, বাংলার সন্তান
বাঙালি তার পরিচয়।


একটি বজ্রকন্ঠ, বাঙালির আবেগ
ক্রন্দন আর হাসি,
একটি বজ্রকন্ঠ, আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।


একটি বজ্রকন্ঠ, অনুপ্রেরণা আর
শক্তির বাতিঘর,
সদা অক্ষয়, স্বপ্নসারথী
হৃদয়ে ভাস্বর।


একটি বজ্রকন্ঠ, স্তব্ধ হল
পঁচাত্তরের কালো রাতে,
একাত্তরের পরাজিত শক্তিরা
উল্লসিত হলো তাতে।


নিঃশেষে প্রাণ, করিলে যে দান
ক্ষয় নাই তোমার ক্ষয় নাই
বজ্রকন্ঠের প্রতিধ্বনি হয়ে,
ফিরে আসবে যুগে যুগে
পথ চেয়ে অপেক্ষায়।


তুমি নেই, আজ তাই
নব্য হায়না, শকুনেরা করছে উল্লাস,
একটি বজ্রকন্ঠের যে আজ বড়ই অভাব
বাঙালিরা ফেলছে দীর্ঘশ্বাস।


তোমার বজ্রকন্ঠের প্রতিধ্বনি হয়ে
অনাগত ভবিষ্যৎরা ধরিবে হাল,
তুমি মরোনি, মরতে পারো না
রবে মনিকোঠায় চিরকাল।